About Us

আমাদের পরিচিতি

ইসলাম এন্ড লাইফ একাডেমি একটি অনলাইন ভিত্তিক ইসলাম ও কুরআন শিক্ষার প্রতিষ্ঠান। ২০০৯ সালে প্রতিষ্ঠিত ইসলাম এন্ড লাইফ এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করছি। আমরা প্রাতিষ্ঠানিক দ্বায়বদ্ধতাসহ সকল বয়সের বাচ্চাদের কুরআন ও ইসলাম শিক্ষার দায়িত্ব নিয়ে থাকি। একই সাথে আমরা বয়স্কদের ইসলাম ও কুরআন ও কুরানিক আরবী শিক্ষার দায়িত্ব নিয়ে থাকি। ইসলাম এন্ড লাইফ একাডেমি দীর্ঘ গবেষণা ও অভিজ্ঞতালব্ধ একটি পাঠক্রম ও পাঠ পদ্ধতি নিয়ে কাজ করে।

যাতে করে বাংলাদেশের সকল মাধ্যমের শিক্ষার্থীই এখানে সহজে ইসলাম ও কুরআন শিখতে পারবে।

আমাদের কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়াার কারণে এখানে কুরাআন ও ইসলাম শেখা নিরাপদ, সহজ সময় সাশ্রয়ী ও ঝামেলামুক্ত।

 

আমাদের অন্যান্য কার্যক্রম

Untitled-1

ইসলাম এন্ড লাইফ (নলেজ পোর্টাল)

ইসলাম এন্ড লাইফ ২০০৯ সালে প্রতিষ্ঠিত অনলাইনভিত্তিক একটি ইসলামী জ্ঞান কেন্দ্র। এখানে ইসলামের সামগ্রিক দিক নিয়ে সর্বজন স্বীকৃত জ্ঞান উৎস থেকে ইসলামের মৌলিক বিষয়ে আলোচনা করা হয়।ইসলাম এন্ড লাইফ অনলাইনভিত্তিক একটি পূর্নাঙ্গ ও নির্ভরযোগ্য উৎস।

Untitled-1

ইসলাম এন্ড লাইফ (ইউটিউব চ্যানেল)

ইসলামী আকিদাহ, ইবাদাহ, সীরাত, তাফসির, হাদিস, দর্শন, ইতিহাস, আখলাখসহ ইসলামের সামগ্রিক দিক নিয়ে দেশের বিদগ্ধ, স্বীকৃত ও নির্ভরযোগ্য উলামাদের একাডেমিক ও ব্যহারিক আলোচনার জন্য একটি বিশ্বস্ত সাইট। একটি অনলাইন ইসলামী বিশ্ববিদ্যালয়।

ilakids

ইলা কিডস (ইউটিউব ফর কিডস)

মুসলিম বাচ্চাদের জন্য শিক্ষা ও বিনোদনমূলক একটি ইউটিউব সাইট। বাচ্চাদের উপযোগী করে নির্মিত ভিডিওতে খেলা ও মজার ছলে ইসলামী আকিদাহ, ইবাদাহ, আখলাখ, দৈনান্দিন আচার, ইসলামী সংস্কৃতি, সীরাত ইত্যাদি শেখার একটি চমৎকার সাইট।